দীর্ঘদিন নিখোঁজ থাকার পর উদ্ধার ‘দুঃখী অজগর’
অস্টিনের বাসিন্দারা বিশাল সরীসৃপটিকে গ্যারেজে আটকে রেখে অ্যানিমেল সেন্টার নামে একটি প্রাণী-আশ্রয় সংগঠনকে ফোন করে। পরে তারা গিয়ে উদ্ধার করে।
সংগঠনটি ফেসবুকে জানায়, অলস অজগরটি শীতে নড়াচড়া করার আগ্রহ হারিয়ে ফেলেছিল বলেই এটিকে আটকে রাখা গিয়েছে। তা না হলে হয়তো আটকানো কঠিন হতো।
এরই মধ্যে ফেসবুকের সূত্র ধরে স্নোর মালিকের সন্ধান পেয়েছে অ্যানিমেল সেন্টার। অবশ্য যারা প্রথমে সাপটিকে দেখেছে, তারা ফোনে এর ঠিকঠাক আকার-আকৃতি বলতে পারেনি। তাই প্রথমে বোঝা যায়নি, এটিই হারিয়ে যাওয়া সেই ‘দুঃখী অজগর’ কিনা। অবশ্য সাপটির কিছু বিশেষত্ব রয়েছে, যার মাধ্যমে শনাক্ত করাও ততটা কঠিন ছিল না।
স্নোর মালিক জানিয়েছেন, ডালাস থেকে অস্টিনে যাওয়ার সময় এক চোর তার গাড়ি থেকে সাপসহ ব্যাগটি চুরি করে নিয়ে যায়। চোর শেষ পর্যন্ত এ অজগরকে ছেড়ে দিয়েছে কেন তা অনুমান করতে পারছেন না। তবে প্রিয় পোষ্যকে ফেরত পেয়ে তিনি আনন্দিত।
রেটিকুলেটেড অজগর বিশ্বের দীর্ঘতম সাপের একটি প্রজাতি। প্রাপ্তবয়স্ক রেটিকুলেটেড অজগর ২০ ফুটের বেশি লম্বা হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের সাপ পোষার জন্য কিনতে পাওয়া যায়।
কোন মন্তব্য নেই