প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা নিয়ে এল গ্রামীণফোন
ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে। সেই সঙ্গে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের ধরন অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দেবে।
গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এ ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে পাওয়া যাবে এমডিপি ফিচারটি। এক্ষেত্রে ডিভাইসে ন্যূনতম অ্যান্ড্রয়েড ৪ দশমিক ৪ ভার্সন থাকতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সব গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘নেটওয়ার্ক এবং গ্রাহক সন্তুষ্টিই গ্রামীণফোনের মূল চালিকা শক্তি। আমাদের বিশ্বাস, এমডিপি ফিচারটি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে, কারণ এর মাধ্যমে তারা নিজেদের পছন্দমত ডাটা প্ল্যান তৈরির পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন।’
কোন মন্তব্য নেই