ব্লু টিক থাকলেই টুইটারের জরিপে ভোট দেয়া যাবে
এখন থেকে কোম্পানির নীতিমালা বিষয়ক কোনো জরিপে শুধুমাত্র ব্লু টিকধারী ব্যবহারকারীরা ভোট দিতে পারবেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক ব্যবহারকারীর টুইটারে রাখা প্রশ্নের ফিরতি জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে টুইটারে চালু হওয়া ভোটিংয়ে ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। যার মধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ পদ থেকে সরে যাওয়ার পক্ষে এবং পদে আসীন থাকার পক্ষে ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। ভোটে যে ফল আসবে ইলোন মাস্ক তা মেনে নেয়ার কথা জানিয়েছেন। তাই শিগগিরই হয়তো টুইটারের প্রধান নির্বাহী পদে রদবদল হতে পারে।
এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) এক জরিপে মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা। জরিপে ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। যার মধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ পদ থেকে সরে যাওয়ার পক্ষে এবং পদে আসীন থাকার পক্ষে ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।
জরিপের আগে মাস্ক বলেন, জরিপে যা ফল আসবে সেটি মেনে নেবেন। তবে প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও টুইটারের মালিক তিনিই থাকবেন।
কোন মন্তব্য নেই