ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় পোস্ট মেসির বিশ্বকাপ উদযাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় পোস্ট মেসির বিশ্বকাপ উদযাপন


ফ্রান্সকে হারিয়ে কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনালে জয়ের মাধ্যমে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। ১৮ ডিসেম্বর ফাইনালে জয়ের পর উৎসবে মেতে ওঠেন তিনি ও তার সতীর্থরা। এ উদযাপনের মাধ্যমে আবারো রেকর্ড গড়লেন মেসি। মেসির বিশ্বকাপ উদযাপনই এখন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট। তার পোস্ট করা বিশ্বকাপ জয়ের পোস্টে সর্বশেষ ৬ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ১২৩ লাইক দেখা গিয়েছে। খবর এনগ্যাজেট।


লিওনেল মেসির পোস্ট করা সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবিতে তাকে ও তার সতীর্থদের বিশ্বকাপ জয়ে উদযাপন করতে দেখা গিয়েছে। এর আগে ইনস্টাগ্রামে ডিমের একটি ফাইল ছবি সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট ছিল। ২০১৯ সালে পোস্ট করা এ ছবিতে ৫ কোটি ৭৩ লাখ লাইক পড়েছিল।


যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, ইনস্টাগ্রামে অধিক লাইক পাওয়া পোস্টগুলোর বেশির ভাগই ফুটবলারদের দখলে। সোশ্যাল সাইটটিতে বেশি লাইক পাওয়া শীর্ষ ২০টি পোস্টের মধ্যে আটটিই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এ ফরোয়ার্ডারের দখলে।


ইনস্টাগ্রামে ৪০ কোটি ৪০ লাখ ফলোয়ার নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন এ আর্জেন্টাইন তারকা। এ তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফলোয়ার সংখ্যা ৫২ কোটি।

কোন মন্তব্য নেই