প্রযুক্তির ব্যবহারে নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণ করল কোস্টগার্ড
ভোলায় মেঘনা নদীতে ডুবে যাওয়া একটি তেলবাহী জাহাজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজ থেকে নদীতে ছড়িয়ে পড়া ভাসমান তেলও অপসারণ করেছে বাহিনীটি।
আজ রোববার (২৫ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
জেলার সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের একটি তেলবাহী জাহাজের সঙ্গে অন্য একটি কার্গো জাহাজের সংঘর্ষ হয়। পদ্মা অয়েলের জাহাজটিতে ৯ লক্ষ লিটার ডিজেল ও ২ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ছিল। সংঘর্ষে তেলসহ জাহাজটির অর্ধেক অংশ পানিতে ডুবে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ জন নাবিকের সবাই একটি ফিশিং বোটের সাহায্যে নিরাপদে তীরে ফিরে যান।
কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনার আধাঘণ্টা পরই তাদের দুটি আভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়। জাহাজে থাকা তেল যেন নদীতে ছড়িয়ে পড়ে জীব বৈচিত্র্যে কোনো প্রভাব ফেলতে না পারে, এজন্য তারা অত্যাধুনিক একটি বোটের মাধ্যমে পানি থেকে তেল আলাদা করে। পরে উদ্ধার করা হয় জাহাজটি।
কোন মন্তব্য নেই