সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় গতকাল নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেফতার হলেন।
এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। অভিযোগ উঠেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের শারীরিক সম্পর্ক হয় ২০০৬ সালে। ২০১৬ সালে নির্বাচনের আগে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দিয়েছিলেন। তার দল রিপাবলিকান পার্টি অবশ্য মনে করে, মামলাটি রাজনৈতিক ষড়যন্ত্র। কেননা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ মামলা হোয়াইট হাউজে তার প্রত্যাবর্তনের প্রচেষ্টা বানচাল করে দেয়ার প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন কেউ কেউ।
এদিকে ট্রাম্পের সমর্থনে আদালতের বাইরে বিক্ষোভকারী ও তার সমর্থকেরা জড়ো হন। তাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। আদালতে ঢোকার আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে সমবেত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সেখানে অবস্থান নেন পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
এর আগে গতকাল সকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য দুঃখজনক এক দিন।’ তার এক ই-মেইল বার্তার বিষয় ছিল, ‘গ্রেফতার হওয়ার আগে আমার শেষ ই-মেইল।’ এতে যুক্তরাষ্ট্রকে রক্ষায় জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান সাবেক এ প্রেসিডেন্ট।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ট্রাম্পের ব্যাপারে তার কিছু বলার নেই।
কোন মন্তব্য নেই