প্রায় সব কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ভার্জিন অরবিট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রায় সব কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ভার্জিন অরবিট


বড় আকারের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ভার্জিন অরবিট। নতুন বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়ায় রকেট সংস্থাটি বাদ দিচ্ছে ৮৫ শতাংশ কর্মী। খবর বিবিসি।


আর্থিক কারণে নতুন কার্যক্রম বন্ধ রাখার কয়েক সপ্তাহ পর ছাঁটাইয়ের খবর এল। চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ভার্জিন অরবিটের পরিকল্পনা ভেস্তে যায়। গত বৃহস্পতিবার নিউইয়র্ক পুঁজিবাজারে কোম্পানির শেয়ারদর কমেছে ৩৮ শতাংশ।


যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাকে ভার্জিন অরবিট বলেছে, তহবিল সুরক্ষিত রাখতে ব্যয় হ্রাসের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির সব শাখায় আনুমানিক ৬৭৫ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে যাচ্ছেন। ছাঁটাই ও অন্যান্য খরচ বাবদ দেড় কোটি ডলার ব্যয় হবে।


সিএনবিসির খবর অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্জিন অরবিটের কার্যক্রম স্থগিত থাকবে বলে কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে। এক বৈঠকে প্রধান নির্বাহী ড্যান হার্ট বলেন, ‘‌তাৎক্ষণিক, নাটকীয় ও খুবই বেদনাদায়ক পরিবর্তনগুলো বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।’


২০১৭ সালে পাবলিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত ভার্জিন অরবিট লাভের মুখ দেখেনি। কোম্পানিটি ছোট উপগ্রহ বহন উপযোগী রকেট তৈরি করে। স্যার রিচার্ডের ব্যবসায়িক সাম্রাজ্যে আরো রয়েছে এয়ারলাইনস ভার্জিন আটলান্টিক ও মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক।


গত জানুয়ারিতে বোয়িং ৭৪৭ বিমান কসমিক গার্ল থেকে লাঞ্চারওয়ান রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশে পৌঁছলেও এটি কক্ষপথে যেতে ব্যর্থ। মিশনটি যুক্তরাজ্যের মহাকাশ অনুসন্ধানের জন্য একটি মাইলফলক বিবেচিত হয়েছিল। এটি ছিল দেশটির মহাকাশবন্দর বিষয়ক উচ্চাকাঙ্ক্ষা পূরণের বড় একটি পদক্ষেপ।

কোন মন্তব্য নেই