যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্প কি ঘুরে দাঁড়াবে
মহামারীজনিত সংকট কিংবা ইউক্রেন-রাশিয়া সংঘাতের জের ধরে বিঘ্ন ঘটে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক সরবরাহ চেইনে। তবে আবার স্বাভাবিক গতিতে ফিরছে খাতটি। অর্থনৈতিক কার্যক্রম সচল হওয়ায় চাহিদা বাড়ছে সেমিকন্ডাক্টরের। সম্প্রতি এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইনডেক্স। অনেকাংশে কেটে গেছে বিক্রয় মন্দা। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উত্থানের কারণে শিল্পটি ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে বলে উল্লেখ করা হয় রয়টার্সের প্রতিবেদনে।
গত বুধবার ৩ ভাগ বৃদ্ধির সঙ্গে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬ শতাংশে। দুই মাসের মধ্যে বৃদ্ধির এ হার সর্বোচ্চ। চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠাগুলোর বিক্রি বৃদ্ধির তথ্যানুযায়ী, ২০২২ সালের ৬ এপ্রিলের পর সূচকটি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যদিও ইনটেল, মাইক্রন টেকনোলজি এবং জার্মানির ইনফিনিয়ানসহ বেশ কয়েকটি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে বড় ধরনের রাজস্ব হারানোর পূর্বাভাস দিয়েছিল। মাইক্রন টেকনোলজির প্রধান নির্বাহী সঞ্জয় মেহরোত্রা এ প্রসঙ্গে রয়টার্সকে জানান, তিনি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘মেমোরি চিপ শিল্প বাজারের আকার ২০২৫ সালে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বিক্রি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’
স্যান ফ্রান্সিসকোর বেকারঅ্যাভিনিউ ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কৌশলবিদ লিপ কিং বলেন, ‘আমরা কী একটি বড় ধরনের মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি? মন্দা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন পড়ার বিষয়টি ছিল সেরা ঘটনা।’
ইনফিনিয়ান সম্প্রতি এর দ্বিতীয় প্রান্তিকসহ বছরজুড়ে বিক্রি বৃদ্ধির দৃষ্টিভঙ্গি বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি এর কৃতিত্ব দিচ্ছে এর স্বয়ংক্রিয় ও শিল্প বিভাগকে। অন্যদিকে ইন্টেলের পক্ষ থেকে বলা হয়, তাদের সিয়েরা ফরেস্ট সেমিকন্ডাক্টর, যা শক্তি সাশ্রয়ের ওপর জোর দেয়, আগামী বছরের প্রথমার্ধে বাজারে আনা হবে।
ফ্লোরিডাভিত্তিক চার্লস শোয়াবের প্রধান বৈশ্বিক বিনিয়োগ কৌশলবিদ জেফ ক্লাইন্টপ বলেন, ‘চিপের অত্যধিক সরবরাহ দ্বারা শিল্পটি ছেয়ে গেছে। তাই উৎপাদন ও দাম কমাতে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সেমিকন্ডাক্টর ব্যবসার ইনভেন্টরি সাইকেল (গ্রাহকের কাছ থেকে অর্ডার প্রাপ্তি ও সরবরাহ করতে যে পরিমাণ সময় লাগে) খুব সংবেদনশীল। এটি একবার গতি পেতে শুরু করলে, তা প্রতিষ্ঠানগুলোর জন্য সত্যিই আশাব্যঞ্জক।’
চলতি বছর সেমিকন্ডাক্টর সূচক বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সবচেয়ে বড় প্রবৃদ্ধি। তাছাড়া এ বছর আমেরিকার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া এসঅ্যান্ডপি-৫০০ সূচকের সেরা পারফরমার হিসাবে প্রায় ৯০ শতাংশ বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। বেঞ্চমার্ক সূচকে কোম্পানিটিকে সেরা পঞ্চম মূল্যবান প্রতিষ্ঠানের খেতাব দেয়া হয়েছে। ছোট প্রতিদ্বন্দ্বী অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) বিক্রয় বেড়েছে ৫০ শতাংশ। উল্লেখ্য, বাজার ধরতে বিনিয়োগ বাড়াচ্ছে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল গত বছর হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও গবেষণায় গত বছর এ সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানি ১৪ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করে। তাইওয়াননির্ভরতা কমাতে ও চিপ উৎপাদন খাতের শীর্ষে আসতে যুক্তরাষ্ট্র আগে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদন গবেষণা প্রকল্পের জন্য ৫ হাজার ২০০ কোটি ডলারের তহবিলও ঘোষণা করা হয়েছে। তবে চীনসহ আরো কয়েকটি দেশকে তহবিল ব্যবহার থেকে বিরত রাখতে নীতিমালা প্রণয়ন করেছে দেশটির প্রশাসন।
কোন মন্তব্য নেই