গুজবে ভর করে সোনালী আঁশের শেয়ার ৬৩% বৃদ্ধি
গুজবে ভর করে সোনালী আঁশের শেয়ার ৬৩% বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শেয়ারের দাম গত তিন মাসে ৬৩% বেড়েছে। তবে এই সময়ে কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information–PSI) প্রকাশ করেনি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প পরিশোধিত মূলধনের কারণে সোনালী আঁশ কারসাজিকারীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি বাজারে গুজব ছড়ানো হয়েছে যে প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরে ১০০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও কোম্পানিটি একই ধরনের ডিভিডেন্ড দিয়েছিল।
এছাড়া আরও গুজব ছড়ানো হয়েছে যে, কোম্পানিটি এপ্রিল-জুন প্রান্তিকে শক্তিশালী মুনাফা অর্জন করতে পারে। যদিও বাস্তবে এই সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত জুনে সোনালী আঁশের শেয়ারের দাম ছিল প্রায় ১৪০ টাকা। এরপর থেকে ধারাবাহিক বৃদ্ধির মধ্য দিয়ে সোমবার (১৮ আগস্ট) এটি ২২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন শেষ করে।
এর মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৩-২৪ অর্থবছরে সোনালী আঁশের শেয়ারে সম্ভাব্য কারসাজির অভিযোগে তদন্ত শুরু করেছে। গত জুনে কমিশন তিন সদস্যের একটি কমিটি গঠন করে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে মূল্য কারসাজি, ইনসাইডার ট্রেডিং, ধারাবাহিক লেনদেন এবং কৃত্রিম চাহিদা তৈরির বিষয়গুলো খতিয়ে দেখার জন্য। তদন্তের অংশ হিসেবে কমিটি কোম্পানির আর্থিক বিবরণীও যাচাই করবে।
কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব ৫০ কোটি ৪১ লাখ টাকা থেকে বেড়ে ১১০ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়ালেও নিট মুনাফা ৩৩% কমে ৫ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৫ টাকা ২৩ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৬৪ পয়সা।
সোনালী আঁশ মূলত পাটজাত বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানি করে। তাদের পণ্যের মধ্যে রয়েছে জুতা, ফ্যাশন ব্যাগ, শপিং ব্যাগ, হোম টেক্সটাইল, পাটের ঝুড়ি এবং ছাপা পাটের কাপড়সহ নানান সামগ্রী।

কোন মন্তব্য নেই