স্থানীয় উৎপাদনকারীদের করহার কমাচ্ছে দ. কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্থানীয় উৎপাদনকারীদের করহার কমাচ্ছে দ. কোরিয়া


সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে তাইওয়াননির্ভরতা কমাতেই এ তোড়জোড়। বৈশ্বিক উৎপাদন খাতে নিজেদের অবস্থান শক্ত করতে ও অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদনে বিনিয়োগ বাড়াতে চিপ আইনে পরিবর্তন আনছে দক্ষিণ কোরিয়া। এর ফলে স্থানীয় উৎপাদনকারীদের কার্যক্রম পরিচালনায় কর দিতে হবে না। খবর দ্য কোরিয়া হেরাল্ড।


দেশটির সংসদে সম্প্রতি বিশেষ কর আইনে সংশোধন করা হয়েছে। নতুন আইনের অধীনে সেমিকন্ডাক্টরসহ অন্যান্য বড় শিল্প খাতে করমুক্তি হার ১৫ শতাংশে উত্তীর্ণ করা হয়েছে। যেখানে আগে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠানের জন্য ৮ শতাংশ ছাড় ছিল। ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য কর কর্তন হার ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। সংসদ অধিবেশনে ২৩১ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ১৭৯ জন পরিবর্তনের পক্ষে সায় দেয়। ১৩ জন বিপক্ষে মত দেন এবং ৩৯ জন মত দেয়া থেকে বিরত ছিলেন।


বিনিয়োগ বাড়াতে অতিরিক্ত ১০ শতাংশ কর কর্তনের প্রস্তাবসহ নতুন বিধানের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলো সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর কর্তন সুবিধা পাবে বলে জানা গেছে। গত ডিসেম্বরে আগের বিলটি পাস হয়। এর চার মাস পর আইনে সংশোধন আনল দেশটি। প্রথমবার যখন আইন পাস হয় তখন ২০ শতাংশ কর কমানোর কথা ধারণা করা হলেও মাত্র ৮ শতাংশ নির্ধারণ করা হয়। করহার কমানোর বিষয়ে যখন আলোচনা চলছিল তখন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েওল কোরিয়ার অর্থমন্ত্রীকে সেমিকন্ডাক্টর ও স্ট্র্যাটেজিক শিল্প খাতের কর কমানোর নির্দেশ দেন। 


সংশোধিত চিপ আইনের ফলে স্থানীয় পর্যায়ে যারা চিপ উৎপাদন করে থাকে তারা কয়ে ট্রিলিয়ন ওন বাঁচাতে পারবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এতে স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠান বেশি লাভবান হবে। কেননা বিশ্বের অন্যতম শীর্ষ দুই মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোরিয়ায় বড় পরিসরে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে।


কোরিয়া ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের (কেইআরআই) তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ায় যদি কর দেয়ার হার ১ শতাংশও কমে তাহলে দেশের শীর্ষ ১০ চিপ উৎপাদনকারী ৩০ হাজার কোটি ওন বা ২৭ হাজার ৭০০ কোটি ডলার বাঁচাতে সক্ষম হবে। কেইআরআইয়ের পূর্বানুমান, বর্তমানে কর দেয়ার হার ৮-১৫ শতাংশে উন্নীতের কারণে স্থানীয় পর্যায়ে যারা চিপ উৎপাদন করছে তারা আড়াই ট্রিলিয়ন ওন বাঁচাতে পারবে।


সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জিওংগি প্রদেশের ইওংগিনে ৩০০ ট্রিলিয়ন ওন ব্যয়ে বড় চিপ ক্লাস্টার স্থাপনের ঘোষণা দিয়েছে স্যামসাং। যেখানে পাঁচটি আধুনিক চিপ উৎপাদন কারখানা থাকবে। ২০৪২ সাল নাগাদ এর নির্মাণকাজ সম্পন্ন হবে। এসকে হাইনিক্সও ১২০ ট্রিলিয়ন ওন ব্যয়ে একই ধরনের অবকাঠামো তৈরিতে কাজ করছে বলে জানা গেছে।


অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী আহন ডুক-গেউন সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের সঙ্গে ইউএস চিপস অ্যাক্ট ও আঞ্চলিক অর্থনৈতিক উদ্যোগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই