কর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিমেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিমেন্স


এক কর্মীর বিরুদ্ধে হ্যাকিং ফার্মের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তদন্ত শুরু করেছে সিমেন্স। আন্তর্জাতিক গণমাধ্যম ডার স্পিগেল সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সাবেক এ প্রোগ্রামারের বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার কথা জানানো হয়েছে। নিউজ ম্যাগাজিনটি জানায়, বর্তমানে সেই কর্মী সিমেন্সের অধীনে মিউনিখে কর্মরত। বিবৃতিতে সিমেন্স জানায়, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং পর্যালোচনা করছি। এ মুহূর্তে অভিযুক্ত ব্যক্তির পরিচয় বা তথ্য প্রকাশের কোনো সুযোগ নেই। রয়টার্স

কোন মন্তব্য নেই