ভি সিরিজের ভিভোর নতুন দুই স্মার্টফোন
ক্যামেরা ব্যবহারে দেশের তরুণ গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দিতে ভি সিরিজে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। এর একটি ভি২৭, অন্যটি ভি২৭ই। আজ থেকে দেশের বাজারে স্মার্টফোন দুটি কিনতে পাওয়া যাবে।
পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ দক্ষ ভি২৭ই-এর ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সী মানুষকে নতুন অভিজ্ঞতা দেবে—এমন প্রত্যাশা কোম্পানিটির। বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। নতুন এ উদ্ভাবন ফটোগ্রাফিকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। এ প্রযুক্তি সুবিধা নিয়েই দেশে এসেছে ভিভো ভি২৭ই।
ঈদ সামনে রেখে ভি২৭ই-এর পাশাপাশি ভি২৭ নামে ভি সিরিজের আরেকটি স্মার্টফোনও এনেছে ভিভো। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষণীয় এক্সক্লুসিভ পোর্ট্রেট অ্যালগরিদম অরা লাইট। ভি২৭ইতে রয়েছে সুপার নাইট মোড-সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। অন্যদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি-সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। পাশাপাশি মিডিয়াটেকের হেলিও জি৯৯ প্রসেসর দেয়া হয়েছে।
ডিভাইসে হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে, যা চলন্ত অবস্থায় প্রাণবন্ত শট নিতে সক্ষম। এর ওআইএস প্রযুক্তি ভিডিওকে করবে আরো স্ট্যাবিলাইজড। ৮ জিবি র্যামের সঙ্গে আরো ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। ভি২৭ই-এর ৪ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৬৬ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার রয়েছে। ল্যাভেন্ডার পার্পেল ও গ্লোরি এ দুই রঙে ডিভাইসটি পাওয়া যাবে। অন্যদিকে ভিভোর ভি২৭ স্মার্টফোনটি মিলবে নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু রঙে। ভি২৭ই-এর দাম পড়বে ৩২ হাজার ৯৯৯ টাকা এবং ভি২৭-এর দাম পড়বে ৫৪ হাজার ৯৯৯ টাকা।
কোন মন্তব্য নেই