ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল কবে, জানালেন প্রশাসক
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই শিক্ষার্থীরা অনলাইনে ফল দেখতে পাবে।’
ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তা জানতে পারবেন।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি, এ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজ শেষ হবে।’
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহমুদুর রহমান জনি কিশোরগঞ্জ জেলা হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর (বহিষ্কৃত) এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান বলে জানিয়েছে পুলিশ।
ওসি জুয়েল মিঞা বলেন, ‘ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন তিনি আইনের বাইরে ছিলেন। রাতেই তাকে আটক করা হয়েছে।’
জনির গ্রেফতারের খবরে বিশ্ববিদ্যালয় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
কোন মন্তব্য নেই