বৃষ্টিতে ভিজবে সারা দেশ: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃষ্টিতে ভিজবে সারা দেশ: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

 



বৃষ্টিতে ভিজবে সারা দেশ: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

টাইমস এক্সপ্রেস ২৪ | আবহাওয়া ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

শরতের আকাশে রোদ ও মেঘের খেলা চললেও হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিতে সড়কজুড়ে তৈরি হয় ভেজা-ভেজা পরিবেশ। ছাতা হাতে ছুটে চলা পথচারী থেকে শুরু করে রিকশার যাত্রী— সবাইকে ভিজে যেতে হয়।

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, সারা দেশেই আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • আজ বৃহস্পতিবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমবে।

  • শুক্রবার (১২ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও ভারী বর্ষণ হতে পারে।

  • শনিবার (১৩ সেপ্টেম্বর): শুক্রবারের মতোই বৃষ্টি চলবে। উত্তর ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

  • রবিবার (১৪ সেপ্টেম্বর): দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • সোমবার (১৫ সেপ্টেম্বর): সারাদেশেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। দমকা হাওয়ার পাশাপাশি অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

সর্বশেষ তথ্য

  • গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজশাহীর বাদলগাছীতে ৪৬ মি.মি.

  • সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬.৫° সেলসিয়াস

  • সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৪.৫° সেলসিয়াস

  • ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪° সেলসিয়াস

সূত্র: আবহাওয়া অধিদপ্তর


কোন মন্তব্য নেই