অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া ভাট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া ভাট

 


অনুপ্রাণিত হওয়ার জন্য গল্প খুঁজছেন আলিয়া ভাট

📰 বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এখন শুধু পর্দার নায়িকা নন, তিনি একজন প্রযোজকও। ২০২১ সালে তিনি গড়ে তোলেন নিজের প্রযোজনা সংস্থা ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’। এই ব্যানারের প্রথম সিনেমা ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ে। তবে এতদিন নানা ঘরানার চরিত্রে অভিনয় করলেও তিনি মনে করেন, এখনো এমন কোনো কাজ করা হয়নি যা তার মেয়ে রাহাকে সত্যিকারের খুশি করতে পারে।

🎬 নতুন গল্পের খোঁজে

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া বলেন—
👉 “মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। তাই আমি নতুন কিছু করার তাড়া অনুভব করছি।”

তিনি জানান, খুব শিগগিরই হয়তো কমেডি ঘরানার কোনো ছবিতে দেখা যেতে পারে তাকে। তবে আলিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্প। তার ভাষায়—
👉 “আমি এমন এক গল্প খুঁজছি, যা আমাকে ভেতর থেকে নাড়া দেবে। সিনেমাটি হিন্দি হোক বা ইংরেজি, ভাষা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আসল হলো গল্প।”

🎥 রণবীর-আলিয়ার দ্বিতীয় সিনেমা

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়ার সহশিল্পী হিসেবে আছেন স্বামী রণবীর কাপুর ও অভিনেতা ভিকি কৌশল। এর আগে রণবীরের সঙ্গে আলিয়াকে দেখা গিয়েছিলো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।


সূত্র: ভারতীয় গণমাধ্যম

কোন মন্তব্য নেই