নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়, সড়কে সেনা টহল
নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়, সড়কে সেনা টহল
📰 আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
নেপালে জেন-জির বিক্ষোভ ও সহিংসতার মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীসহ বিভিন্ন সড়কে সামরিক বাহিনীর সাঁজোয়া যান টহল দিচ্ছে। সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে সামরিক চেকপয়েন্ট, যেখানে যানবাহনের কাগজপত্র ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
🔥 সহিংসতা নিয়ন্ত্রণে সেনা তৎপর
জেন-জি আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কিছু অনুপ্রবেশকারী সহিংসতায় রূপ দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেতও এ অভিযোগের সঙ্গে একমত হয়ে জানান, লুটপাট ও অগ্নিসংযোগ ঠেকাতে অভিযান চলছে। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৩১টি আগ্নেয়াস্ত্র।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই দিনের সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
🏛 প্রধানমন্ত্রী পদত্যাগ ও গুঞ্জন
গত সোমবার বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর গুলির পর থেকে উত্তেজনা বেড়ে যায়। এর জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তাকে সামরিক হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রথমে গুঞ্জন ছড়ায় তিনি দেশ ছেড়ে কাতারে চলে গেছেন। তবে স্থানীয় সাংবাদিক প্রজ্জল অলি জানান, প্রধানমন্ত্রী এখনো নেপালেই আছেন এবং সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে রাখা হয়েছে। অনেক মন্ত্রী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাও সেনাদের আশ্রয়ে রয়েছেন।
🏚 সহিংসতা ও ক্ষয়ক্ষতি
বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, রাজনীতিকদের বাড়িঘর ও বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়। অলি সরকারের একাধিক মন্ত্রী ও এমপি মারধরের শিকার হয়েছেন বলেও জানা গেছে।
🤝 অন্তর্বর্তী সরকারের তোড়জোড়
দেশে নেতৃত্বশূন্য পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের আহ্বানে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ শুরু হয়েছে। সেনাপ্রধান অশোক রাজ সিগডেল ইতোমধ্যে বিক্ষোভকারী জেন-জি প্রতিনিধিদের আলোচনায় ডাক দিয়েছেন। ছাত্রনেতারা তাদের নতুন দাবির তালিকা প্রস্তুত করছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দুইজনের নাম আলোচনায় রয়েছে—
-
কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ
-
সাবেক প্রধান বিচারপতি ও নেপালের প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, জেন-জি আন্দোলনকারীরা সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেশি সমর্থন করছে। তিনি শিগগিরই শিক্ষার্থী প্রতিনিধি ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে পারেন।
সূত্র: কাঠমান্ডু পোস্ট, ইন্ডিয়া টুডে
কোন মন্তব্য নেই