রোনালদোর নামের পাশে আরও এক রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোনালদোর নামের পাশে আরও এক রেকর্ড

 


রোনালদোর নামের পাশে আরও এক রেকর্ড

টাইমস এক্সপ্রেস ২৪ | স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের পর রেকর্ড। আবারও ইতিহাস গড়লেন এই পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোল করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি।

লিসবনে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় পায় পর্তুগাল। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ালো ১৪১টি, যা এসেছে ২২৩ ম্যাচে। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলসংখ্যা।

মেসির সঙ্গে রেকর্ডের লড়াই

এই তালিকায় রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি করেছেন ১১৪ গোল, যা রোনালদোর চেয়ে ২৭ কম। তবে মেসি এখন পর্যন্ত রোনালদোর চেয়ে ২৯ ম্যাচ কম খেলেছেন। ফলে দুই কিংবদন্তির মধ্যে সর্বোচ্চ গোলসংখ্যার লড়াইয়ে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে।

বিশ্বকাপ বাছাইপর্বেও কীর্তি

হাঙ্গেরির বিপক্ষে গোল করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে নিজের ৩৯তম গোল করেছেন। এর ফলে তিনি সমান হয়েছেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে, যিনি এতদিন এককভাবে শীর্ষে ছিলেন।

অন্যদিকে দুর্দান্ত শুরু করেছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে এফ গ্রুপে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল।


কোন মন্তব্য নেই