জাকসু নির্বাচন: কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব—শিবিরের ভিপি প্রার্থী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাকসু নির্বাচন: কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব—শিবিরের ভিপি প্রার্থী

 

জাকসু নির্বাচন: কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব—শিবিরের ভিপি প্রার্থী

📰 জাবি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোটদান শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

🗳 ভোটে অনিয়মের অভিযোগ

আরিফ উল্লাহ বলেন,
👉 “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। কিছু অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। যেমন প্রাক্তণ শিক্ষার্থীদের কথা—নির্বাচন কমিশন বলেছিল সকাল ৬টার পর কোনো প্রাক্তণ শিক্ষার্থী ক্যাম্পাসে থাকতে পারবে না। কিন্তু আমরা ভোটকেন্দ্রের আশপাশে তাদের উপস্থিতি দেখেছি, যা নিয়ে আমরা চিন্তিত।”

তিনি আরো অভিযোগ করেন,
👉 “শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। অথচ ওই কেন্দ্রে ব্যালট পেপার গেছে ৪০০টি। অর্থাৎ ১০১টি বেশি। কেন এমন হলো, তার যৌক্তিক ব্যাখ্যা কর্মকর্তারা দিতে পারেননি।”

আরিফ উল্লাহ দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শতাংশ বেশি ব্যালট ছাপিয়েছে। যদিও নির্বাচন কমিশন বলেছিল কোনো কেন্দ্রে বাড়তি ব্যালট যাবে না, বাস্তবে তার ব্যতিক্রম ঘটেছে।

🏆 জয়ের ব্যাপারে আশাবাদী শিবির প্রার্থী

তিনি বলেন,
👉 “আমরা আশা করি নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। যদি পরিস্থিতি এমন থাকে, ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হবেন। আমরা জিতব।”

🏫 ভোটগ্রহণ চলমান

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ছাত্র-ছাত্রীরা ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন (৫১.৬%) এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন (৪৮.৪%)।

🔍 জাতীয় নজরে জাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নজিরবিহীন জয় হওয়ার পর জাকসু নির্বাচন নিয়েও দেশব্যাপী আগ্রহ তৈরি হয়েছে।


সূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কোন মন্তব্য নেই