লাইফ সাপোর্টে লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন
লাইফ সাপোর্টে লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন
📰 জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী।
🏥 চিকিৎসকদের তত্ত্বাবধানে
বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন—
👉 “ফরিদা পারভীনের অবস্থা ক্রিটিক্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
⚕ দীর্ঘদিনের শারীরিক জটিলতা
জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তিনি আইসিইউতে ছিলেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
🎶 লালনসংগীতে অসামান্য অবদান
ফরিদা পারভীন লালনসংগীতকে দেশ-বিদেশে পরিচিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে একুশে পদক পান।
সূত্র: ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল
কোন মন্তব্য নেই