রশিদ, জাদরান ও আতাল জ্বলে উঠলেন; আফগানিস্তানের প্রথম জয় ত্রিদেশীয় সিরিজে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রশিদ, জাদরান ও আতাল জ্বলে উঠলেন; আফগানিস্তানের প্রথম জয় ত্রিদেশীয় সিরিজে

 


রশিদ, জাদরান ও আতাল জ্বলে উঠলেন; আফগানিস্তানের প্রথম জয় ত্রিদেশীয় সিরিজে

স্পোর্টস ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
📅 ১ সেপ্টেম্বর ২০২৫

শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম জয় পেয়েছে আফগানিস্তান। রশিদ খানের দুর্দান্ত বোলিং, ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতালের ব্যাটিং ঝলকে আফগানরা ৩৮ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)।

আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তোলে ১৮৮ রান। জবাবে ইউএই থামে ৮ উইকেটে ১৫০ রানে। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রশিদ খান ইতিহাস গড়েন— তিনি এখন পুরুষদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি।


আফগানিস্তানের ব্যাটিং ঝলক

শুরুতে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দ্রুত আউট হলেও আফগান শিবিরকে ভরসা দেন ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল। দুজনের ৮৪ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

  • জাদরান খেলেন ৪০ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস

  • আতাল করেন ৩৬ বলে ৫৪ রান

শেষ দিকে করিম জানাতের ক্যামিও ইনিংসে (২২ রান, শেষ ওভারের আগের ওভারে) রান আরও গতি পায়। ফলে আফগানিস্তান পৌঁছে যায় ১৮৮ রানে।


ওয়াসিম ঝড় থামালেন রশিদ

জবাবে ইউএইয়ের ভরসা ছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তাঁর ৩৭ বলে ৬৭ রানের ইনিংসে একসময় জয় দেখছিল ইউএই। তবে গুরুত্বপূর্ণ সময়ে ওয়াসিম আউট হলে খেই হারায় স্বাগতিকরা।

রশিদ খান তখনই আঘাত হানেন। এক ওভারে আসিফ খানকে বোল্ড করেন, পরে তুলে নেন ইথান ডিসুজা ও পারাশারের উইকেট। শেষ পর্যন্ত রশিদের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট।

রাহুল চোপড়া শেষদিকে অপরাজিত ৫২ রান করলেও হারের ব্যবধান কমাতেই তা কাজে লাগে।


ম্যাচের সারসংক্ষেপ

আফগানিস্তান – ১৮৮/৪ (জাদরান ৬৩, আতাল ৫৪, জানাত ২২*)
ইউএই – ১৫০/৮ (ওয়াসিম ৬৭, চোপড়া ৫২*, রশিদ ৩-২১)
👉 ফল : আফগানিস্তান জয়ী ৩৮ রানে


মূল দিকগুলো এক নজরে

✔️ আফগানিস্তানের প্রথম জয় ত্রিদেশীয় সিরিজে
✔️ রশিদ খান এখন পুরুষদের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি
✔️ জাদরান ও আতালের জোড়া অর্ধশতক
✔️ ইউএই অধিনায়ক ওয়াসিমের ৬৭ রানের ইনিংসও হার এড়াতে যথেষ্ট হয়নি

কোন মন্তব্য নেই