কারণ ছাড়াই বাড়ছে আরো ৩ কোম্পানির শেয়ারদর নিজস্ব প্রতিবেদক |
কারণ ছাড়াই বাড়ছে আরো ৩ কোম্পানির শেয়ারদর
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে এ বৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা সুনির্দিষ্ট কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিগুলো হলো— মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বিবিএস কেবলস লিমিটেড ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, গত ১৬ সেপ্টেম্বর শেয়ারের অস্বাভাবিক উত্থান নিয়ে তিনটি কোম্পানিকে চিঠি পাঠানো হয়। জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ জানায়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।
তথ্য মতে—
-
মুন্নু ফেব্রিক্স: গত ১৮ আগস্ট শেয়ারের দর ছিল ১৪.৬০ টাকা, যা ১৬ সেপ্টেম্বর দাঁড়ায় ২১.১০ টাকা। অর্থাৎ কয়েক কার্যদিবসে দর বেড়েছে ৬.৫০ টাকা বা ৪৪.৫২ শতাংশ।
-
বিবিএস কেবলস: গত ২৪ আগস্ট শেয়ারের দর ছিল ১৫.৮০ টাকা, যা ১৬ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ২১ টাকা। এতে দর বেড়েছে ৫.২০ টাকা বা ৩২.৯১ শতাংশ।
-
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার: গত ২৭ আগস্ট শেয়ারের দর ছিল ৭৮ টাকা। ৭ সেপ্টেম্বর তা দাঁড়ায় ৮৯.৪০ টাকা। তবে ১৬ সেপ্টেম্বর লেনদেন শেষে শেয়ার দর নেমে আসে ৮১.৮০ টাকায়। অর্থাৎ সামগ্রিকভাবে বেড়েছে ৩.৮০ টাকা বা ১৪.৬১ শতাংশ।
ডিএসই বলছে, এভাবে কোনো কারণ ছাড়াই শেয়ারের দর বাড়া অস্বাভাবিক এবং বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
কোন মন্তব্য নেই