পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

 



পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

স্টাফ রিপোর্টার || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৪৫

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে যৌথ উদ্যোগে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে এসএমই কোম্পানি তালিকাভুক্তকরণ, নতুন আর্থিক পণ্য উদ্ভাবন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে অর্থায়নের নানা দিক নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে ডিসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে ডিএসই পরিচালনা পর্ষদ এবং ডিসিসিআই’র প্রেসিডেন্ট তাসকিন আহমেদসহ সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরও টেকসই করতে হলে পুঁজিবাজারকে শক্তিশালী করার বিকল্প নেই। এজন্য নতুন বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্টার্টআপ ও উদীয়মান শিল্প খাতে সহজ অর্থায়নের ব্যবস্থা করলে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

ডিএসই ও ডিসিসিআই যৌথভাবে কাজ করে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারে তারল্য বৃদ্ধির উদ্যোগ নেবে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই