টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর আমিনুল ইসলাম গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর আমিনুল ইসলাম গ্রেপ্তার

 

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর আমিনুল ইসলাম গ্রেপ্তার

📰 নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪
📅 প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের (PTC) দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে অফিস প্রাঙ্গণ থেকেই গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম এর আগে ঢাকার গুলশান থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর ইনভেস্টিগেশন) হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি পিটিশন মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হলে তা টাঙ্গাইলে এসে পৌঁছায় বুধবার বিকেলে। ওয়ারেন্ট পাওয়ার পরই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন,

“ওয়ারেন্ট আসার পর আমরা নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়েছি।”

তবে, ঠিক কোন মামলায় বা কী অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গ্রেপ্তারের পর তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

🔍 এ বিষয়ে নতুন তথ্য জানার সঙ্গে সঙ্গে টাইমস এক্সপ্রেস ২৪ আপনাদের জানাবে।

কোন মন্তব্য নেই