মানিকগঞ্জে আর্থিক দ্বন্দ্বে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জে আর্থিক দ্বন্দ্বে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
📰 নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪
📅 প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে আর্থিক দ্বন্দ্বের জেরে ছেলের হাতে প্রাণ গেল এক মায়ের। উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি ওই গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। আর অভিযুক্ত ছেলে হলেন রবি চন্দ্র ভদ্র (৪২), যিনি ঘটনার পর থেকেই পলাতক।
কী ঘটেছিল সেদিন রাতে?
স্থানীয়রা জানান, রাতে মা-ছেলের মধ্যে আর্থিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবি চন্দ্র ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই করুণা রানী ভদ্রের মৃত্যু হয়।
ঘটনার পরপরই রবি চন্দ্র এলাকা ছেড়ে পালিয়ে যান। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই মা-ছেলের মধ্যে আর্থিক নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত এমন ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়।
পুলিশের বক্তব্য
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বলেন,
“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রবিকে ধরতে অভিযান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
এই নির্মম ঘটনায় পুরো এলাকায় চরম শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দ্রুতই রবি চন্দ্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
🔍 আরও আপডেট পেতে টাইমস এক্সপ্রেস ২৪-এর সঙ্গে থাকুন।
কোন মন্তব্য নেই