রেকর্ড দামের পরও এশিয়ায় স্বর্ণ কেনার হিড়িক, চাহিদা বেড়েছে ভারত–চীনসহ শীর্ষ বাজারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেকর্ড দামের পরও এশিয়ায় স্বর্ণ কেনার হিড়িক, চাহিদা বেড়েছে ভারত–চীনসহ শীর্ষ বাজারে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রেকর্ড দামের পরও এশিয়ায় স্বর্ণ কেনার হিড়িক, চাহিদা বেড়েছে ভারত–চীনসহ শীর্ষ বাজারে

টাইমস এক্সপ্রেস ২৪

রেকর্ড দামে পৌঁছানোর পরও এশিয়ার প্রধান বাজারগুলোয় ফিজিক্যাল গোল্ডের (স্বর্ণের বার, কয়েন ও গহনা) চাহিদা বেড়েছে। গত সপ্তাহে বিশেষ করে ভারত, চীন, হংকং ও সিঙ্গাপুরের বাজারে স্বর্ণ কেনাবেচা ছিল উর্ধ্বমুখী। খবর রয়টার্স।

ভারতের অভ্যন্তরীণ বাজারে গত সপ্তাহে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৩১ হাজার ৬৯৯ রুপিতে পৌঁছায়। এ সময় ব্যবসায়ীরা আউন্সপ্রতি ২৫ ডলার পর্যন্ত প্রিমিয়াম (মূল্য সংযোজন) আদায় করেছেন, যা আগের সপ্তাহের ১৫ ডলার থেকে বেড়েছে।

মুম্বাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আশোক জৈন জানান, “স্বর্ণের ক্রমবর্ধমান দামের পরও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যদিও গহনার চাহিদা কিছুটা কম।”

সরকারি ও শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রেকর্ড দাম ও সরবরাহ ঘাটতির কারণে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ছে। একইসঙ্গে পুরনো স্বর্ণ বিক্রিও কমেছে। দাম বাড়লেও ক্রেতারা গহনা বিক্রি না করে জমিয়ে রাখছেন ভবিষ্যৎ মুনাফার আশায়।

বিশ্বে স্বর্ণ ব্যবহারে শীর্ষ দেশ চীনে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ স্পট মার্কেটের তুলনায় ২০ থেকে ৬৬ ডলার ছাড়ে বিক্রি হয়েছে। ইনপ্রোভেডের প্রিসিয়াস মেটাল ট্রেডার হুগো প্যাসকাল বলেন, “চীনে পূর্বে নিম্নমুখী চাহিদা থাকলেও এখন আবার তা বেড়েছে।”

হংকংয়ে আউন্সপ্রতি সর্বোচ্চ ১ ডলার ৩০ সেন্ট পর্যন্ত প্রিমিয়ামে স্বর্ণ বিক্রি হয়েছে। সিঙ্গাপুরে ৫০ সেন্ট ছাড় থেকে ১ ডলার ৩০ সেন্ট প্রিমিয়াম পর্যন্ত স্বর্ণ লেনদেন হয়েছে।

প্যাসকাল জানান, “সিঙ্গাপুরে ডিলারদের মজুদ দ্রুত কমছে কারণ চাহিদা ক্রমবর্ধমান।”

অন্যদিকে জাপানে স্পট মার্কেটের তুলনায় স্বর্ণ বিক্রি হয়েছে আউন্সপ্রতি ১ ডলার পর্যন্ত প্রিমিয়ামে। টোকিওভিত্তিক এক ব্যবসায়ী বলেন, “দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছালেও বিনিয়োগকারীদের আগ্রহ এখনো শক্তিশালী।”

কোন মন্তব্য নেই