মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, এখন থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, এখন থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



 

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন, এখন থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন



জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাজধানী ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন ১ ঘণ্টা বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল করবে।

রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সূচি অনুযায়ী, সকালে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, আর রাতে শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে। আগে প্রথম ট্রেন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছিল রাত ৯টা ৪০ মিনিটে। ফলে সকাল ও রাত— দুই দিকেই আধা ঘণ্টা করে বাড়ানো হলো সময়সূচি।

রবিবার সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যায়। নতুন সময়সূচি কার্যকর হওয়ায় অফিসগামীসহ নিয়মিত যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। অনেকে বলেছেন, “ভোরে বের হওয়া অফিসযাত্রীদের জন্য এটি বড় সুবিধা।”

নতুন সূচিতে শুক্রবারের সময়ও পরিবর্তন এসেছে। আগে বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল শুরু হলেও এখন থেকে বিকেল আড়াইটায় (২টা ৩০ মিনিটে) ট্রেন চলাচল শুরু হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীসুবিধা বিবেচনায় সময় বৃদ্ধির সিদ্ধান্ত গত সেপ্টেম্বরেই নেওয়া হয়েছিল, আজ থেকে তা বাস্তবায়ন হয়েছে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন প্রায় চার লাখের বেশি যাত্রী চলাচল করেন। তবে যাত্রীরা শুধু সময় নয়, ট্রিপের সংখ্যাও বাড়ানোর দাবি তুলেছেন।

ডিএমটিসিএল কর্মকর্তা শফিকুর রহমান বলেন, “ধীরে ধীরে যাত্রীচাহিদা অনুযায়ী মেট্রোরেলের সময় ও ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। অফিসগামী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও সহজ করা আমাদের লক্ষ্য।”

কোন মন্তব্য নেই