হোপের স্বীকারোক্তি: মিরপুরের উইকেট কঠিন, স্পিনেই হার ওয়েস্ট ইন্ডিজের
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হোপের স্বীকারোক্তি: মিরপুরের উইকেট কঠিন, স্পিনেই হার ওয়েস্ট ইন্ডিজের
ক্রীড়া প্রতিবেদক: মিরপুরের উইকেট নিয়ে সরাসরি কোনো অভিযোগ না তুললেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপের মুখে স্পষ্ট ছিল হতাশার ছাপ। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটে–বলে টালমাটাল এক ম্যাচ শেষে তিনি বলেন, “উইকেট কঠিন ছিল, দুই দলের জন্যই।”
শনিবারের ম্যাচে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। হোপের মতে, পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের স্পিন বোলাররা, বিশেষ করে রিশাদ হোসেন।
“উইকেট কঠিন, কিন্তু বোলারদের কৃতিত্ব”
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হোপ বলেন,
“আসলে উইকেট কঠিনই ছিল। এমন পিচে ব্যাটার হিসেবে কখনও পুরোপুরি স্বস্তিতে থাকা যায় না। তবে দুই দলের জন্যই এটা সমান চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশের স্পিনাররা অসাধারণ লাইন–লেংথে বল করেছে—এটাই মূল পার্থক্য।”
রিশাদ একাই নিয়েছেন ৬ উইকেট, টানা ৭ ওভার এক প্রান্ত ধরে বোলিং করে এলোমেলো করে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। হোপ বলেন, “আমাদের শেখা উচিত কীভাবে তাদের ছন্দ ভাঙা যায়। মাঝের ওভারে আমরা ভুগেছি, এটা বাস্তবতা। এখন এই ম্যাচ ভুলে গিয়ে পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরতে হবে।”
সামনে আরও পরীক্ষা
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ক্রিকেটবিশেষজ্ঞদের মতে, মিরপুরের উইকেট তেমনই থাকবে—ধীর, টার্নিং ও স্পিন সহায়ক। ফলে সফরকারীদের সামনে আবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শেই হোপ, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর উইকেট, রিশাদ হোসেন, ওয়ানডে সিরিজ, ক্রিকেট সংবাদ, টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই