শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ল কোটি টাকার পণ্য

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ল কোটি টাকার পণ্য
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কার্গো ভিলেজে কী থাকে?
এই ভিলেজ মূলত আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি পণ্যের অস্থায়ী সংরক্ষণাগার, যেখানে কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন না হওয়া পর্যন্ত মালামাল রাখা হয়। এখানে সাধারণত উচ্চমূল্যের যেসব পণ্য সংরক্ষণ করা হয়, তার মধ্যে রয়েছে—
-
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম
-
মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিকস
-
তৈরি পোশাক ও কাপড়
-
হালকা ও মাঝারি শিল্পের যন্ত্রপাতি
-
আন্তর্জাতিক কুরিয়ার প্যাকেট (যেমন DHL, FedEx, TNT)
-
অনলাইন অর্ডার করা গ্যাজেট ও এক্সেসরিজ
প্রতক্ষ্যদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শত শত টন পণ্য আগুনে পুড়ে গেছে। এসব পণ্যের আর্থিক মূল্য কোটি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে আমদানিকৃত ওষুধ, ইলেকট্রনিক পণ্য ও শিল্পযন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও বেশিরভাগ কার্গো পণ্য বিমা কাভারেজের আওতায় থাকে, তবু ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিক সহায়তা পাবেন না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দর, কার্গো ভিলেজ, আগুন, অগ্নিকাণ্ড, আমদানি পণ্য, রপ্তানি, কাস্টমস, ওষুধ, ইলেকট্রনিকস, টাইমস এক্সপ্রেস ২৪
কোন মন্তব্য নেই