বগুড়ায় মা-ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার ৩, উদ্ধার মোটরসাইকেল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ায় মা-ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার ৩, উদ্ধার মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মা-ছেলে হত্যা মামলার এক মাস পর মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের পর লুণ্ঠিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
গ্রেপ্তার আসামিরা হলেন—জয়পুরহাটের কালাই উপজেলার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), আব্দুল জলিলের ছেলে শাহিনুর রহমান জিসান (১৯) এবং শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০)।
পুলিশ জানায়, নিহত ইমরানের মামাতো ভাই জিসান তার দুই বন্ধু মাহি ও সৈকতকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে ইমরানের বাড়িতে যায়। উদ্দেশ্য ছিল মোটরসাইকেল চুরি করে বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগাড় করা। চুরির সময় বাধা দিলে তারা প্রথমে ইমরানকে এবং পরে তার মা রাণী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ঘর থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।
তদন্তে পুলিশ জানতে পারে, হত্যার পর আসামিরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন মাজার এলাকায় লেবার হিসেবে কাজ করত। গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, “গ্রেপ্তার তিনজনই মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিল। অর্থনৈতিক চাপ ও আসক্তির কারণে তারা এ জঘন্য হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে।”
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেনকে (২২) গলা কেটে হত্যা করা হয়।
বগুড়া, শিবগঞ্জ, মা ছেলে হত্যা, গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার, রাণী বেগম, ইমরান হোসেন, মাদকাসক্ত, হত্যা মামলা, টাইমস এক্সপ্রেস ২৪
কোন মন্তব্য নেই