আহত আতিকুল ইসলামকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আহত আতিকুল ইসলামকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আহত আতিকুল ইসলামকে দেখতে গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে ডান হাত হারানো আন্দোলনকারী আতিকুল ইসলামের খোঁজ নিতে তার বাসায় গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাতে উত্তরা আজমপুরের বাসায় গিয়ে আতিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আতিকুলের প্রতি ব্যক্তিগত সহানুভূতি প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, “আতিকুল ইসলাম ছিলেন জুলাই মাসের গণ-আন্দোলনের একজন ফ্রন্টলাইনে থাকা সাহসী যোদ্ধা। পুলিশের গুলিতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়। সম্প্রতি, গত শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত আন্দোলনে অংশ নিতে গিয়ে আবারও পুলিশের হামলায় আহত হন তিনি।”

নাহিদ ইসলামের এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে আন্দোলনের প্রতি দলের দৃঢ় অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

 নাহিদ ইসলাম, এনসিপি, আতিকুল ইসলাম, গণঅভ্যুত্থান, উত্তরা আজমপুর, আহত আন্দোলনকারী, জাতীয় নাগরিক পার্টি, পুলিশের গুলি, টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই