মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে না ইরান। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে না ইরান।

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে না ইরান।

 দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (১২ অক্টোবর) আরাঘচি এক্স (পূর্বের টুইটার)-এ এক বার্তায় লিখেছেন, “আমরা কূটনৈতিক সংলাপকে গুরুত্ব দিই, তবে যারা ইরানি জনগণের ওপর হামলা চালিয়েছে এবং এখনও হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তাদের সঙ্গে বৈঠকে বসা সম্ভব নয়।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই জানান, মিসরের আমন্ত্রণের জন্য তেহরান কৃতজ্ঞ, তবে দেশটির পক্ষ থেকে শারম আল-শেখ সম্মেলনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শুরু হচ্ছে এই শান্তি সম্মেলন। মিসর ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন বিশ্বের বিশটিরও বেশি দেশের নেতা। সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকেও সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজতাসনিমও বিষয়টি নিশ্চিত করেছে।

সম্মেলনে অংশ নিচ্ছেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনার মূল বিষয় হবে ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনা’, যার অধীনে ইসরায়েল সীমান্তে সামরিক উপস্থিতি বজায় রাখবে এবং আরব ও মুসলিম দেশগুলোর বাহিনী গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা তদারকি করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “তেহরান ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশের প্রতি সমর্থন জানালেও, এমন কোনো সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয় যেখানে হামলাকারী ও নিষেধাজ্ঞাদাতা দেশগুলো নেতৃত্ব দিচ্ছে।”

কোন মন্তব্য নেই