মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনায় স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, রূপা ছুঁয়েছে সর্বোচ্চ শিখর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনায় স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, রূপা ছুঁয়েছে সর্বোচ্চ শিখর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনায় স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, রূপা ছুঁয়েছে সর্বোচ্চ শিখর


নিউজ প্রতিবেদন 

বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির কারণে। সোমবার (১৩ অক্টোবর) সকালে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৪ হাজার ৪৪ দশমিক ২৯ ডলার, যা কিছুক্ষণ আগে ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৯ দশমিক ৩০ ডলার স্পর্শ করে। এটি এখন পর্যন্ত স্বর্ণবাজারে সর্বোচ্চ দামের রেকর্ড।

একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দামও বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬২ দশমিক ৫০ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য সুদ হ্রাসের প্রত্যাশায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানিতে নতুন রপ্তানি নিয়ন্ত্রণের কথাও জানান, যা নভেম্বর থেকে কার্যকর হবে। চীন প্রতিক্রিয়ায় জানায়, তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায় মনে করলেও তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা শুল্ক আরোপ করবে না।

বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, “মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য দ্বন্দ্ব আবারও স্বর্ণবাজারকে উর্ধ্বমুখী করেছে।”

শুধু স্বর্ণ নয়, রূপার দামেও দেখা গেছে রেকর্ড বৃদ্ধি। স্পট সিলভার ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত বিনিয়োগের প্রবাহ এবং শিল্প খাতে রূপার চাহিদা বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, ফেডের সুদ হ্রাসের প্রত্যাশা এবং ভূরাজনৈতিক উত্তেজনাই স্বর্ণবাজারের এই উর্ধ্বগতির প্রধান কারণ।

বাজার বিশ্লেষকদের ধারণা, অক্টোবর ও ডিসেম্বর মাসে ফেড আরও ২৫ বেসিস পয়েন্ট করে সুদ হ্রাস করতে পারে। মঙ্গলবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যে এ বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়া যেতে পারে।

এদিকে, প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ১ হাজার ৬২৮ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে ১ হাজার ৪৪২ দশমিক ০৬ ডলারে লেনদেন হচ্ছে।

কোন মন্তব্য নেই