সাবসিডিয়ারি কোম্পানিতে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগে যাচ্ছে জেএমআই হসপিটাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাবসিডিয়ারি কোম্পানিতে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগে যাচ্ছে জেএমআই হসপিটাল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাবসিডিয়ারি কোম্পানিতে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগে যাচ্ছে জেএমআই হসপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড তাদের সাবসিডিয়ারি কোম্পানি জেএমআই স্পেশিয়ালাইজড হসপিটাল-এ আবারও বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতভাবে ১১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, এই অর্থ ব্যবহার করা হবে হাসপাতালের চলমান অবকাঠামোগত কাজ সম্পন্ন করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মেশিনারি ক্রয় এবং চলতি মূলধন ও অন্যান্য চাহিদা পূরণের জন্য।

জেএমআই কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিনিয়োগের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্যখাতে জেএমআই গ্রুপের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি।

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার মালিকানা কাঠামো অনুযায়ী, উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪৩ দশমিক ০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার।

বিশ্লেষকদের মতে, এই নতুন বিনিয়োগ স্বাস্থ্য খাতে জেএমআই-এর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বাজারে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সহায়ক হবে।

কোন মন্তব্য নেই