দুই বছর লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেল ডেসকো
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
দুই বছর লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেল ডেসকো
নিউজ প্রতিবেদন :
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড-কে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে তাকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সেই নিয়ম অনুযায়ীই ডেসকোকে নতুন ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্র জানায়, সোমবার (১৩ অক্টোবর) থেকে ডেসকো শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
এছাড়া, ক্যাটাগরি পরিবর্তনের কারণে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে ডেসকো শেয়ার কেনাবেচায় ঋণ সুবিধা (margin loan) প্রদান না করার নির্দেশ দিয়েছে ডিএসই। নির্দেশনাটি আগামীকাল (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিশ্লেষকরা বলছেন, পরপর দুই বছর লভ্যাংশ না দেওয়া কোম্পানির আর্থিক স্থিতি দুর্বলতার ইঙ্গিত দেয়। ডেসকোর জন্য এটি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কোন মন্তব্য নেই