পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি, শান্তি আলোচনার ইঙ্গিত

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি, শান্তি আলোচনার ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, তালেবান সরকারের অনুরোধে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে পারস্পরিক সম্মতিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে সীমান্তসংক্রান্ত জটিলতা নিরসনে কাজ করবে।
এর আগে বুধবার সকালে দুই দেশের সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। আফগান তালেবান প্রশাসনের দাবি, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ১৫ থেকে ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়।
এমন সংঘর্ষের মাত্র কয়েক দিন আগেই, গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্ত এলাকায় তালেবান বাহিনীর হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসলামাবাদ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রথম পদক্ষেপ হতে পারে, তবে টেকসই শান্তি নির্ভর করবে দুই দেশের পারস্পরিক আস্থার উপর।
কোন মন্তব্য নেই