দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৮ রোগী
 
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৮ রোগী
সংবাদ প্রতিবেদন || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫৮ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া—
- 
ঢাকা বিভাগের অন্যান্য জেলা: ১৫৮ জন
 - 
চট্টগ্রাম বিভাগ: ৮৫ জন
 - 
বরিশাল বিভাগ: ১৩৩ জন
 - 
ময়মনসিংহ বিভাগ: ৫০ জন
 - 
খুলনা বিভাগ: ৬২ জন
 - 
রংপুর বিভাগ: ১৯ জন
 - 
রাজশাহী বিভাগ: ৪৭ জন
 - 
সিলেট বিভাগ: ২ জন
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে ৫৭ হাজার ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও নগর এলাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এখনই জোরালো ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কোন মন্তব্য নেই