মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু: সহায়তার ঘোষণা ও তদন্ত কমিটি গঠন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু: সহায়তার ঘোষণা ও তদন্ত কমিটি গঠন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু: সহায়তার ঘোষণা ও তদন্ত কমিটি গঠন

বিশেষ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৪০

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন

বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


 নিহতদের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়


৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সচিব লস্কার তাজুল ইসলাম।

বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।


 তদন্ত কমিটির কাজের নির্দেশনা

কমিটিকে নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে—

  • দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ,

  • ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিহত–আহতদের তালিকা প্রস্তুত,

  • পরিদর্শন ব্যবস্থায় গাফিলতি ছিল কি না তা যাচাই,

  • কারখানার ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সুপারিশ প্রদান।


সরকারের আশ্বাস

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কারখানাগুলোর নিরাপত্তা তদারকি জোরদার করা হবে।

কোন মন্তব্য নেই