পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম স্থানে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে ১০০তম স্থানে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
🕔 প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৩০
বিশ্বের অন্যতম প্রভাবশালী পাসপোর্ট র্যাংকিং ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫’-এ তিন ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স–এর সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান এখন ১০০তম, যা গত বছরের তুলনায় তিন ধাপ নিচে।
🛂 বাংলাদেশের পাসপোর্টে ভিসামুক্ত ৩৮ দেশ
২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। চলতি বছরে তিন ধাপ পিছিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশ এখন ১০০তম স্থানে রয়েছে।
বর্তমানে ৩৮টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা।
এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ফিজি, জ্যামাইকা, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সামোয়া, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভানুয়াতু প্রভৃতি।
📊 বাংলাদেশের কাছাকাছি অবস্থান
২০২৫ সালের হেনলি সূচকে বাংলাদেশের নিচে অবস্থান করছে—
নেপাল (১০১), সোমালিয়া (১০২), পাকিস্তান ও ইয়েমেন (১০৩), ইরাক (১০৪), সিরিয়া (১০৫) এবং সর্বনিম্নে আফগানিস্তান (১০৬)।
অন্যদিকে ৯৯তম স্থানে আছে ফিলিস্তিন, লিবিয়া ও ইরিত্রিয়া।
🌏 শীর্ষে কোন দেশগুলো
২০২৫ সালের হেনলি সূচকে শীর্ষে রয়েছে—
১️⃣ সিঙ্গাপুর (১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ),
২️⃣ দক্ষিণ কোরিয়া ও জাপান (১৯২টি দেশ),
৩️⃣ জার্মানি, ইতালি ও স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশ (১৯১টি দেশ)।
💬 বিশ্লেষণ
বিশ্বব্যাপী পাসপোর্ট সূচক নির্ধারণে ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA-র তথ্য ব্যবহার করে।
দেশভিত্তিক নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন, সেটিই পাসপোর্টের শক্তি নির্ধারণ করে।

কোন মন্তব্য নেই