দিল্লিতে সংসদ সদস্যদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দিল্লিতে সংসদ সদস্যদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা
টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৭
ভারতের রাজধানী দিল্লিতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিডি মার্গে অবস্থিত এই সরকারি ভবন থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ছয়টি দমকল ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণ
দিল্লির বিশম্ভর দাস মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট রাজ্যসভার সদস্যদের সরকারি আবাসন হিসেবে ব্যবহৃত হয়। দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বিভাগ। পরে ঘটনাস্থলে দ্রুত ৬টি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার হাইড্রেন্টে পানি ছিল না
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না। ট্যাঙ্কে ও পাইপলাইনে পানি না থাকায় প্রাথমিকভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হয়।
একজন বাসিন্দা এনডিটিভিকে বলেন, “আগুন দেখার পর আমরা হাইড্রেন্ট চালু করার চেষ্টা করি, কিন্তু পানি না থাকায় কাজ করেনি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
কাঠামোগত ক্ষতি, তদন্ত শুরু
অগ্নিকাণ্ডে ভবনের নিচের দুই তলায় কাঠামোগত ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, আগুনের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে বৈদ্যুতিক ত্রুটি বা অব্যবস্থাপনা থেকে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে আলামত সংগ্রহ চলছে এবং অগ্নিকাণ্ডের পেছনে কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছালে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারত। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
কোন মন্তব্য নেই