ভেনেজুয়েলায় মাদকবাহী সাবমেরিনে যুক্তরাষ্ট্রের হামলা, দুইজন আটক
ভেনেজুয়েলায় মাদকবাহী সাবমেরিনে যুক্তরাষ্ট্রের হামলা, দুইজন আটক
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
ভেনেজুয়েলা উপকূলে মাদক পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি সাবমেরিনে হামলা চালিয়েছে। এতে দুইজন জীবিত অবস্থায় আটক হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই অভিযানে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা থেকে মাদক পাচারকারী সাবমেরিনটিকে লক্ষ্যবস্তু করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার জাহাজে এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ হামলা, তবে এবারই প্রথম জীবিত কেউ আটক হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বলেন, “আমরা মাদকবাহী একটি সাবমেরিনে হামলা চালিয়েছি। এই সাবমেরিনের মূল উদ্দেশ্য ছিল বিপুল পরিমাণ মাদক পরিবহন। এটি ছিল মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সফল অভিযান।”
তিনি আরও বলেন, “এই লোকেরা নিরীহ কেউ নয়। আমি এমন কাউকে চিনি না যাদের সাবমেরিন আছে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, “এই অভিযান পরিচালনা করা হয়েছে মাদক সন্ত্রাসীদের টার্গেট করে।” তবে তিনি সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম প্রকাশ করেননি।
জাতিসংঘ-নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা এ হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুই নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা বলেন, নিহতরা স্থানীয় জেলে সম্প্রদায়ের সদস্য ছিলেন। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্র জানায়, হামলার পর জীবিত দুইজনকে মার্কিন হেলিকপ্টারে উদ্ধার করে ক্যারিবীয় সাগরে অবস্থানরত এক যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছে। বুধবার মার্কিন বিমানবাহিনীর একটি বি–৫২ বোমারু বিমানকে ওই অঞ্চলের আকাশে উড়তে দেখা গেছে, যা ভেনেজুয়েলায় সম্ভাব্য নতুন সামরিক অভিযানের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন এবং দেশটিতে সরাসরি হামলার সম্ভাবনাও বিবেচনায় রেখেছেন।
কিওয়ার্ড: ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র, মাদকবাহী সাবমেরিন, মার্কিন হামলা, ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও, ক্যারিবীয় সাগর, আন্তর্জাতিক খবর।
কোন মন্তব্য নেই