বিমানবন্দর অগ্নিকাণ্ড: অতিরিক্ত বাতাসে নিয়ন্ত্রণে বেগ, তদন্তে একাধিক কমিটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিমানবন্দর অগ্নিকাণ্ড: অতিরিক্ত বাতাসে নিয়ন্ত্রণে বেগ, তদন্তে একাধিক কমিটি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বিমানবন্দর অগ্নিকাণ্ড: অতিরিক্ত বাতাসে নিয়ন্ত্রণে বেগ, তদন্তে একাধিক কমিটি

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩০

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর শনিবার (১৮ অক্টোবর) রাতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, “বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।”

আগুনের সূত্রপাত সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানান, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা মিলে তদন্ত করছে।”

এরইমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, যা আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেও সার্বিক ক্ষতির হিসাব নিরূপণের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থানে শীতলীকরণ ও নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে।

এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই