সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা বানর, বন বিভাগের উদ্ধার অভিযান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা বানর, বন বিভাগের উদ্ধার অভিযান
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৩
বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে হরিণ ধরার জন্য পাতা শিকারিদের ফাঁদে এবার আটকা পড়ল একটি বানর। বন বিভাগের কর্মীরা আহত বানরটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে বনে পুনরায় অবমুক্ত করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের ঘাগড়ামারী এলাকায় ঘটনাটি ঘটে।
বন বিভাগ জানায়, প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে নিয়মিত ফুট প্যাট্রোল পরিচালনা করার সময় বনকর্মীরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বানরটি দেখতে পান। তারা দ্রুত প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে বনে ছেড়ে দেন। অভিযানে ওই এলাকায় পাতা হরিণ ধরার আরও ১০টি সিটকা ফাঁদ অপসারণ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন,
“শিকারিদের ফাঁদে শুধু হরিণ নয়, অন্যান্য বন্যপ্রাণীও মারা যায়। গত পাঁচ মাসে আমাদের দল সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ফাঁদ অপসারণ করেছে। এসব ফাঁদ না সরালে শত শত প্রাণী মারা যেত।”
তিনি আরও বলেন, “আমরা প্রাণ বাঁচানোর কাজ করছি। সবাইকে অনুরোধ করব—এইসব প্রাণী হত্যাকারীদের সহায়তা করবেন না, তাদের কাছ থেকে মাংস কিনবেন না। আপনার সামান্য সহযোগিতায়ই সুন্দরবনের প্রাণ বাঁচবে, ইনশাল্লাহ।”
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালিয়ে শিকারিদের ফাঁদ শনাক্ত ও অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই