ডিসেম্বরে আসছে ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম, তিন বছর পর ভক্তদের অপেক্ষার অবসান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ডিসেম্বরে আসছে ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম, তিন বছর পর ভক্তদের অপেক্ষার অবসান
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, সকাল ১০:১০
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংক-এর নতুন অ্যালবাম মুক্তির তারিখ পিছিয়ে গেছে। আগেই ধারণা করা হয়েছিল, অ্যালবামটি আসছে নভেম্বরে। কিন্তু সাম্প্রতিক আপডেটে জানা গেছে, রোজ, জেনি, লিসা ও জিসুর বহুল প্রতীক্ষিত অ্যালবামটি এখন ডিসেম্বরে মুক্তি পেতে পারে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের কর্ণধার ইয়াং হিয়োন সুক এক ব্লগপোস্টে অ্যালবাম প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, প্রতিষ্ঠানটি জানিয়েছে— “অ্যালবামের কাজ শেষ পর্যায়ে, শিগগিরই প্রকাশের তারিখ জানানো হবে।”
ব্ল্যাকপিংকের যাত্রা শুরু হয় ২০১৬ সালের ৮ আগস্ট। নয় বছরের ক্যারিয়ারে দলটি উপহার দিয়েছে প্রায় ৩৫টি জনপ্রিয় গান। তবে শেষ অ্যালবাম প্রকাশের পর কেটে গেছে প্রায় তিন বছর। ফলে নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
বর্তমানে ব্যান্ডটি তাদের বিশ্বভ্রমণ ‘ডেডলাইন ট্যুর’-এ ব্যস্ত। ইতোমধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছেন তারা। সামনে তাইওয়ান, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও ও হংকংয়ে তাদের কনসার্টের পরিকল্পনা রয়েছে। এই সফর চলবে আগামী বছর জুড়েও।
ব্ল্যাকপিংকের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ মুক্তি পায় ২০১৬ সালে, যেখানে ছিল হিট গান ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’। অল্প সময়েই বিলবোর্ড চার্টে স্থান পায় অ্যালবামটি এবং এক মাসে বিক্রি হয় ১০ লাখের বেশি কপি।
২০১৮ সালে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার সঙ্গে তাদের গান ‘কিস অ্যান্ড মেকআপ’ আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। এরপর ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ গানটি তাদের নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
বর্তমানে ব্ল্যাকপিংকের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮ কোটির বেশি, এবং তাদের পাঁচটি মিউজিক ভিডিওর ভিউ ১০০ কোটিরও বেশি। ২০২২ সালে টাইম ম্যাগাজিন ব্ল্যাকপিংককে ঘোষণা করেছিল ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হিসেবে।
ভক্তদের প্রত্যাশা— আসন্ন ডিসেম্বরে ব্ল্যাকপিংক নতুন অ্যালবাম দিয়ে আবারও ইতিহাস গড়বে।
কোন মন্তব্য নেই