আন্তর্জাতিক স্বীকৃতি স্থগিত: কক্সবাজার বিমানবন্দর নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আন্তর্জাতিক স্বীকৃতি স্থগিত: কক্সবাজার বিমানবন্দর নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আন্তর্জাতিক স্বীকৃতি স্থগিত: কক্সবাজার বিমানবন্দর নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত


 কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করার মাত্র ১১ দিনের মাথায় সেই স্বীকৃতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “এ বিষয়ে একটি দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে।”

তবে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নোটিশ হাতে পায়নি কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) ও কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডোর নূর-ই আলম জানিয়েছেন, “আমরা বিষয়টি মৌখিকভাবে শুনেছি, তবে লিখিত কোনো চিঠি পাইনি।”

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে সরকার। ১২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সি-১ শাখার যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,

“দি সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪ এর রুল ১৬(১) অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে।”

নতুন সিদ্ধান্তে সেই ঘোষণার কার্যকারিতা আপাতত স্থগিত করা হলো বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই