বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম



ক্রীড়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের গর্ব— সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকেট ৩৬৫ প্রকাশ করেছে বিশ্বের সাতটি সবচেয়ে মনোরম ক্রিকেট স্টেডিয়ামের তালিকা, যেখানে সিলেটের নাম উঠে এসেছে গর্বের সঙ্গে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও সবুজ চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন “চোখের জন্য এক অনিন্দ্যসুন্দর দৃশ্য।” সকালে কুয়াশায় মোড়ানো পাহাড় কিংবা গোধূলি আলোয় আলোকিত মাঠের দৃশ্য দর্শকদের কাছে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়।

২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে–আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। এরপর থেকে সিলেট স্টেডিয়াম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ বহু আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করেছে।

ক্রিকেট ৩৬৫–এর প্রকাশিত তালিকায় সিলেট ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা সামাজিক মাধ্যমে এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অনেকে বলছেন— “সত্যিই সিলেট স্টেডিয়াম শুধু ক্রিকেট মাঠ নয়, এটি প্রকৃতির কোলের এক শিল্পকর্ম।”

কোন মন্তব্য নেই