স্ত্রীর পরকীয়া ধরতে প্রবাসী স্বামীর চমকপ্রদ পরিকল্পনা ভাইরাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্ত্রীর পরকীয়া ধরতে প্রবাসী স্বামীর চমকপ্রদ পরিকল্পনা ভাইরাল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



স্ত্রীর পরকীয়া ধরতে প্রবাসী স্বামীর চমকপ্রদ পরিকল্পনা ভাইরাল


 প্রবাসে থাকা এক স্বামী নিজের স্ত্রীর পরকীয়ার সন্দেহে অবিশ্বাস্য এক কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলে তিনি স্ত্রী ও তার প্রেমিককে হাতেনাতে ধরেন— এবং পুরো ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওর শুরুতেই দেখা যায়, কালো পোশাক ও হিজাব পরা এক নারী রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছেন। ভিডিওটির শিরোনামেই লেখা, “স্ত্রীর পরকীয়া ধরার জন্য প্রবাসী স্বামীর অদ্ভুত কাণ্ড, হাতে নাতে প্রেমিকসহ ধরা পড়ল স্ত্রী।”

জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় স্বামী লক্ষ্য করেন— স্ত্রীর আচরণে পরিবর্তন এসেছে, মনোযোগ অন্য কারো দিকে। বিষয়টি নিয়ে কথা বললে স্ত্রী সব অস্বীকার করেন, এমনকি পরিবারের সদস্যরাও মেয়ের পক্ষে কথা বলেন। কিন্তু স্বামীর সন্দেহ থেকে যায়।

অবশেষে তিনি এক পরিকল্পনা করেন। পরিবার ও স্ত্রীকে জানিয়ে দেন তিনি বিদেশে ফিরে যাচ্ছেন। কিন্তু বাস্তবে বিদেশ না গিয়ে গোপনে দেশে থেকেই স্ত্রীকে অনুসরণ করতে থাকেন।

পরে একদিন স্বামী দেখতে পান, স্ত্রী সেজেগুজে এক পুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সুযোগ বুঝে তিনি স্ত্রীর কাছে গিয়ে প্রেমিকসহ হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন, “তুই আমার লাখ লাখ টাকা আত্মসাৎ করছিস, এখন আবার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করছিস!”

ঘটনাটির ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনেকেই স্বামীর ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রশংসা করলেও, কেউ কেউ ব্যক্তিগত জীবনের এমন ঘটনা প্রকাশের সমালোচনাও করেছেন।

কোন মন্তব্য নেই