জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত কবি ও সাংবাদিক হাসান হাফিজ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত কবি ও সাংবাদিক হাসান হাফিজ
নিউজ ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
বাংলাদেশের সাহিত্য ও সাংবাদিকতার দুই ধারায় সমানভাবে উজ্জ্বল নাম কবি ও সাংবাদিক হাসান হাফিজ। প্রেম, দ্রোহ ও সামাজিক অসঙ্গতির প্রতিফলন তার লেখনীর অনন্য বৈশিষ্ট্য। ধারালো কলম ও শৈল্পিক সংবাদপ্রবাহে তিনি সমৃদ্ধ করেছেন দেশের গণমাধ্যম জগৎ।
বুধবার (১৫ অক্টোবর) বরেণ্য এই কবি ও সাংবাদিকের ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা, কথামালা, সংগীত ও কবিতার পরিবেশনায় শুভেচ্ছায় সিক্ত হন জাতীয় প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ।
আয়োজনটি করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে বাচসাসের পক্ষ থেকে হাসান হাফিজকে শুভেচ্ছা স্মারক ও সংগঠনের মাসিক প্রকাশনা ‘বাচসাস ভয়েস’ প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ।
এ সময় শুভেচ্ছা জানান—
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ সাবেক সভাপতি মুরসালীন নোমানী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কূটনীতিক মাসুদ মান্নান, সরগম সম্পাদক কাজী রওনক হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, কবি লিলি হক, সেলিনা শেলী, জাকির আবু জাফর, প্রকাশক মাজহারুল ইসলাম, এবং আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“হাসান হাফিজ তার লেখনীর মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র।”
অনুষ্ঠানে উন্মোচন করা হয় হাসান হাফিজকে নিবেদিত সংকলন গ্রন্থ ‘হাসান হাফিজ সত্তর সকালে’, যেখানে বরেণ্য কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
এছাড়া সংগীত পরিবেশন করেন মুহিন খান, আমীরুল মোমেনিন মানিক ও জেনস সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও কবি শামীমা চৌধুরী।
জন্মদিনের আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে হাসান হাফিজের কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে, যেখানে তিনি পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
কোন মন্তব্য নেই