যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা, শাহবাগ ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা, শাহবাগ ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকরা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা, শাহবাগ ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার | আপডেট: সন্ধ্যা ৬:৪৫

২০ শতাংশ বাড়িভাড়া ও জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি ঘোষণা দেন, আজকের মধ্যেই সরকার তাদের দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে।

এর আগে দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। তারা তিন দফা দাবি তুলে ধরেন—
১️⃣ ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি,
২️⃣ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ,
৩️⃣ শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও প্রশাসনিক বৈষম্য নিরসন।

অবরোধ চলাকালে রাজধানীর ব্যস্ত শাহবাগ এলাকায় যানচলাচল ব্যাহত হয়। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“আমরা শিক্ষার মর্যাদা রক্ষায় লড়ছি। সরকারের কাছে সময় দিচ্ছি আজ পর্যন্ত। যদি দাবিগুলো মানা না হয়, তাহলে আগামীকাল দুপুরে যমুনার দিকে লংমার্চ হবে। প্রয়োজনে দাখিল পরীক্ষাসহ ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”

শিক্ষক-কর্মচারীরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান না পেলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

কোন মন্তব্য নেই