বিশেষ সম্মাননায় বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিনকে সম্মানিত করবে সিজেএফবি
বিশেষ সম্মাননায় বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিনকে সম্মানিত করবে সিজেএফবি
বিনোদন প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার | আপডেট: রাত ৮:৩০
সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন তিন গুণী ব্যক্তিত্ব— সংগীতে বেবী নাজনীন, চলচ্চিত্রে পূর্ণিমা এবং সাংবাদিকতায় কাজী জেসিন।
আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এবারের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে ২০২৪ সালের টেলিভিশন, সিনেমা, সংগীত ও ওটিটি প্ল্যাটফর্মে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আয়োজনের শুরুতেই বিশেষ সম্মাননা প্রদান করা হবে বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিনকে।
এটি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) ২৪তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরো আয়োজনটি সাজানো হয়েছে তারকাদের ঝলমলে উপস্থিতি ও জনপ্রিয় শিল্পীদের নৃত্য-সঙ্গীত পরিবেশনায়।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিজেএফবি দেশের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সাংবাদিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা মিডিয়া ও বিনোদন অঙ্গনের গুণী ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে।

কোন মন্তব্য নেই