এইচএসসি ফল ২০২৫: পাসের হার কমে ৫৮.৮৩%, শিক্ষা উপদেষ্টার উদ্বেগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এইচএসসি ফল ২০২৫: পাসের হার কমে ৫৮.৮৩%, শিক্ষা উপদেষ্টার উদ্বেগ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এইচএসসি ফল ২০২৫: পাসের হার কমে ৫৮.৮৩%, শিক্ষা উপদেষ্টার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, বিকেল ৩:৩৮

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন দেখা গেছে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এ ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন,

“এইচএসসির ফলাফল অস্বস্তিকর হলেও এটি বাস্তবভিত্তিক। ফলাফল বিশ্লেষণে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের নিয়ে একটি ডাটাভিত্তিক পর্যালোচনা আয়োজন করা হবে।”

উপদেষ্টা আরও বলেন,

“কেবল পাসের হার ও জিপিএ-৫ দিয়ে শিক্ষা মূল্যায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও শেখার মান নিশ্চিত করতে হবে।”

শিক্ষাবিদদের মতে, করোনা-পরবর্তী শিক্ষা ব্যবস্থার ঘাটতি, পাঠ্যসূচির পরিবর্তন ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাব এ ফলাফলে প্রভাব ফেলতে পারে।

কোন মন্তব্য নেই